নিজেদের উপর অর্পিত দায়িত্ব এবং চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছেন, বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে, নির্বাচন ভবনে কমিশনের বিদায়ী সংবাদ সম্মেলনে সিইসি বলেন, সবার মন জয় করা সম্ভব নয়, বিচ্ছিন্ন কিছু ব্যতয় ঘটে থাকতে পারে। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ বড় সাফল্য বলেও এসময় উল্লেখ করেন নরুল হুদা। এদিকে, নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে প্রস্তাবিত নামগুলোর তালিকা আজ প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
সকালে, নির্বাচন ভবনে দায়িত্বের শেষ দিনে সংবাদ সম্মেলন করে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশন।
এসময় বিদায়ী সিইসি বলেন, দায়িত্ব পালনে একসাথে সবার মন জয় করা সম্ভব নয়, বিচ্ছিন্ন কিছু ব্যতয় ঘটে থাকতে পারে। তবে নির্বাচনের জন্য অর্পিত চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।এছাড়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিম ভোটগ্রহণকেও বড় সাফল্য বলে এসময় উল্লেখ করেন নরুল হুদা।
এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না। আরেক নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি।
দ্যা মেইল বিডি/খবর সবসময়