আইপিএল নিলামের প্রথম দিন অবিক্রিতই থেকে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
দুই কোটি ভিত্তি মূল্যের স্টিভ স্মিথকে নিলামে তোলা হলে কোনও ফ্রাঞ্চাইজি দর হাঁকেনি প্রথম দিন। ফলে এদিন অবিক্রিত থাকেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটমসম্যান। তবে দ্বিতীয় দিন আবার তাকে নিলামে তোলা হবে।
আজ শনিবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।
এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।