এবারের আইপিএলে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে সাড়ে আট কোটি রুপিতে কিনল রাজস্থান রয়্যালস।
এক কোটি ৫০ লাখ রুপি ভিত্তি মূল্যের হেটমায়ারের জন্য শুরুতে ডাক হাঁকে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালস লড়াইয়ে যোগ দেয়। শেষ পর্যন্ত ৮ কোটি ৫০ লাখ রুপিতে ক্যারিবিয়ান তারকাকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
আজ শনিবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।
এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।