এবারের আইপিএলে অজি তারকা ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে, গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন এ অজি তারকা। দলটির অধিনায়কও ছিলেন তিনি।
অপরদিকে, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিকে আর দেখা যাবে না চেন্নাই সুপার কিংস য়ের জার্সিতে। এবারের আসরে তাকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। নিলামে তাকে ৭ কোটি রুপিতে কিনে নেয় ব্যাঙ্গালুরু।
ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। আজ শনিবার শুরু হয়েছে এই নিলাম। দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।
ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহের উপস্থিতিতে এ নিলামে অংশ নিয়েছে ১০ ফ্রাঞ্চাইজি। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে এবার যুক্ত হয়েছে গুজরাট টাইটানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি। ইতোমধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তারকাদের দলে ভেড়ানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিরা।