ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে দু’দলের মাঠের লড়াইয়ের আগে সোমবার বিক্রি শুরুর ৫ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির টিকিট শেষ হয়ে গেছে! এমন খবর জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ক্রিকেট ডট কম ডট এইউ।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের এ ম্যাচটি ২৩ অক্টোবর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে। যেখানে ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেরও টিকিট শেষ। যদিও এ ম্যাচে ভারতের প্রতিপক্ষের নাম এখন জানা যায়নি।
একই দিন সিডনিতেই ভারত ম্যাচের আগে দিনে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। ফলে ডাবল হেডার এই ম্যাচগুলোর টিকিট ইতোমধ্যে শেষ।
১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ার ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই আসরকে ঘিরে সাধারণ দর্শকদের জন্য ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। জানা যায়, ইতোমধ্যে ২ লাখ টিকিট বিক্রি শেষ।