দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে বিএনপির ও এর অঙ্গসংগঠনের ৬২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরো ৪০০ নেতাকর্মীকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

সোমবার দুপুরে পল্টন থানার এসআই কামরুল হাসান বাদী হয়ে একই থানায় এ মামলা দায়ের করেন।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। ওই সময় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে প্রধান আসামি করা হয়েছে। সংঘর্ষের পরই ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ।
মামলায় নাম উল্লেখিত ৬২ আসামির মধ্য অন্যতম কয়েকজন হলেন যাত্রাবাড়ী থানা বিএনপির কর্মী মোহাম্মদ আলী মান্নান, মো. মফিকুল ইসলাম, সোহেল শিকদার, সুনীল রবি দাস। এ ছাড়া আছেন মৎসজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম (আবুল বাশার), ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version