কোনো পরিবর্তন আনা হচ্ছে না সৌদি আরবের জাতীয় পতাকা ও সংগীতের। গত সোমবার সর্বসম্মতিক্রমে দেশটির আইন পরিষদ শুরা কাউন্সিলে অনুমোদিত সংশোধনীতে এ দুটির কোনো পরিবর্তন আনা হয়নি।
শুরাতে সংশোধনী প্রস্তাব উত্থাপনকারী সদস্য সাদ আল ওতাইবি আল-আরাবিয়া টিভিকে বলেন, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের ‘ক্ষতি, বিকৃতি, পরিবর্তন ঠেকানোই’ বরং সংশোধনীর লক্ষ্য। সংশোধিত বিধানে পতাকার আকার, উত্তোলনের স্থান ও সময়ের বিষয়ে নির্দেশনা রয়েছে।
সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে এ সংশোধনীতে।
সৌদি আরবের সবুজ রঙের পতাকায় ইসলামী একত্ববাদের কথা ঘোষণা করে কালেমা খোদাই করা আছে। সবুজ রঙের এ পতাকাটিতে একটি তলোয়ারের ছবিও আছে।
সূত্র: গালফ নিউজ।