সিলেটের গোয়াইনঘাট উপজেলার যেসকল শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে পড়াশোনা করে, তাদের পরিচালিত সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) এর ২০২১-২২ শেষণের নতুন কার্যনির্বাহী আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।বর্তমান বছরে গোয়াইনঘাটের প্রায় ১৯ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে।এই সকল চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) এর পক্ষ থেকে আজ ৪ই ফেব্রুয়ারি, ২০২২ রোজ শুক্রবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ আয়োজিত অনুষ্ঠান ” নবীনবরণ ও পুরস্কার বিতরণী” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান প্রফেসর আতি উল্লাহ্য স্যার। সদ্য সাবেক সভাপতি সদর উদ্দীনের সভাপতিত্বে ও মুশফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে নবীনবরণ ও পুরস্কার বিতরণী পর্ব শেষে সংগঠনের ২০২১-২২ শেষণের জন্য আংশিক কমিটি ঘোষণা করেন ২০২০-২১ শেষণের সম্মানিত সভাপতি সদর উদ্দীন। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী গুলজার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড্ কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুহুল আমিন মারুফ।নবনির্বাচিত সভাপতি গুলজার হোসেন বক্তব্য প্রদান কালে সিনিয়র নেতৃবৃন্দ ও উপদেষ্টামন্ডলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং গোয়াইনঘাটের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সংগঠনের কার্যক্রম বেগবান ও ত্বরান্বিত করতে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।