আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মিলন খান (৪২)কে ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)রাত ৮ টার সময় সদর উপজেলার গাভারামচন্দপুর ইউনিয়নের বেরমহল এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মিলন খান বরিশাল উজিরপুর উপজেলার বৈরকাঠি
এলাকার মৃত আলী আহমেদ খানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন খানকে ২শত পিস ইয়াবা সহ গ্রেপ্তার করি । তিনি সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার ছিলেন এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন, চুরি সহ একাধিক মামলা রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।