এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে বিপ্লব সাহা নামে(৪৮) এক মাদক সেবীর দুই বছর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩/ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।দণ্ডিত ব্যক্তি ডোমার উপজেলা শহরের সাহাপাড়া এলাকার নিতাই সাহার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম জানান, সে চিহিৃত মাদক সেবী। পরিবারে অস্থিরতা তৈরি করতো। মাদকের টাকার জন্য মাকে মারধোর করতো।
খবর পেয়ে তার বাড়িতে গিয়ে মাদক সেবনের অভিযোগ পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তার দুই বছর কারাদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম জানান, বিপ্লব সাহার মা দিপালি রানীকে মারধোর এমনকি বাড়িতে অস্থিরতা তৈরি করছে এমন অভিযোগে ওই বাড়িতে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় মাদকাসক্ত অবস্থায় বিপ্লব সাহাকে পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই বছর কারাদন্ড প্রদান করে দন্ডিত ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।