মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি: ৩ ফেব্রুয়ারি, ২২ইং জয়পুরহাটের সদর ও পাঁচবিবি উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন ।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দুই উপজেলার নবনির্বাচিত ১৪ জন ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ৪২জন ও ১২৬ জন সাধারণ সদস্যদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শপথ গ্রহন করান জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরাফাত হোসেন প্রমুখ।