দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সার্চ কমিটির নামে যা হচ্ছে তা নাটক। তিন বছর আগেই শেখ হাসিনা সার্চ কমিটি করে রেখেছেন। বাংলাদেশে ২০২২ সালে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। নিষেধাজ্ঞা যেটা হয়েছে তা মাত্র শুরু। আরও অনেক ঘটনা বাকি আছে, এই সাল হবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত রাজবন্দীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদী সভায় তিনি এ কথা বলেন।

এনডিপি’র চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চোধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব,) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, গণফোরামের মহাসচিব সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর প্রমুখ প্রমুখ বক্তব্য রাখেন।

মেজর (অব.) হাফিজ বলেন, এ বছর আরেকটা মুক্তিযুদ্ধের সূচনা হতে পারে। সেখানে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ থাকতে হবে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিছু দানবের বিরুদ্ধে। যারা নরহত্যার সঙ্গে জড়িত ছিল। কিন্তু যারা এই নরহত্যার নির্দেশ দিয়েছে তাদের তো এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যারা এই সরকারি বাহিনীকে এসব কাজে যুক্ত করে তাদেরও এই নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, সরকার আলেমদের শাস্তি দিয়ে বিশ্বকে দেখাচ্ছে আমরা জঙ্গিবাদ দমন করতেছি। সরকারের এমন চিন্তায় দেশের অনেক কৃতি সন্তান কারাগারে মানবেতর জীবনযাপন করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version