দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মো. মাসুম বিল্লাহ, ভালুকা প্রতিনিধি : ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে একটি ইউনিয়নের এক ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সমান সমান ভোট পেয়েছে দুই প্রার্থী।

অপর এক ওয়ার্ডে এক ভোট বেশি পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন একজন। এছাড়াও পরাজিত প্রার্থী নিজের ভোট নিজে দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সাধারণ ইউপি সদস্য পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই কেন্দ্রে মোট ২হাজার৬শত,৩৬জন ভোটের মাঝে ভোট প্রদান করেন ১হাজার,৬শত,৩৩ভোট।

ওই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন,মোঃ মোখলেছুর রহমান (ফুটবল) ৪১২ ভোট পেয়েছে। অপর প্রার্থী মোঃ হুমায়ন কবির (মোরগ) ৪১২ ভোট, আইন উদ্দিন শেখ (টিউবওয়েল) ২৪১ ভোট, ইদ্রীস আলী (তালা) ১৯৮ ভোট ও মোঃ সোহরাব উদ্দিন(ভ্যান গাড়ি) ৩৭০ ভোট পেয়েছেন।

অপরদিকে, মল্লিকবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে বর্তমান ইউপি সদস্য আলম মিয়া এক ভোট কম পেয়ে নির্বাচনে পরাজিত হয়েছে। তিনি অভিযোগ,করেন আমার হাতে আঙ্গুলের ছাপ না মেলায় বেশ কয়েক বার চেষ্টা করেও আমি আমার নিজের ভোট নিজে দিতে পারিনি। হাতে ছাপ না মেলায় আমার মতো অনেকই ভোট দিতে পারেনি।

৪নং ওয়ার্ডে মোট ভোটার ২হাজার ৭০জন ভোটারের মাঝে ১হাজার ৫শত ১০জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মাঝে আব্দুল লতিফ(ফুটবল) ৭০১টি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭০০ ভোট পেয়েছে। এ ছাড়া আবুল হাসেম (টিউবওয়েল) পয়েছে ১০৭ভোট।

উপজেলা নির্বাচন অফিসার মাহমুদল হাসান জানান, বিরুনীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থী সমান সমান ভোট পেয়েছেন। আমরা দুই একদিনের মাঝে নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠাবো, সেখান থেকে চিঠি উত্তর পেয়ে খুব শিঘ্রই পুনঃরায় নির্বাচনে তারিখ ঘোষণা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version