ফরহাদ খোন্দকার, ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি জাকের হোসেন খোকন (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আসামি জাকের হোসেন খোকন উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের আব্দুল আলী হাফেজ বাড়ীর মৃত মুকবুল আহাম্মেদ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪২ মাসের শিশু বাচ্চাকে ফিশারীর ঘাটে গোসল করিয়ে দেওয়ার স্থলে যৌনপীড়ন ও ধর্ষণ চেষ্টা করে বখাটে জাকির হোসেন। শিশুটির চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে জাকির হোসেন খোকন পালিয়ে যায়। পরে শিশুটির পিতা বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, অভিযোগ পেয়ে সাথে সাথে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে