এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (৩০/ জানুয়ারী) সকালে নীলফামারী জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এ উপলক্ষে আলোচনা সভা শেষে মাস্ক বিতরণ করা হয় পথচারীদের মাঝে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর কবির।
বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রউফ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প পরিচালক মিস্টার সুরেন্দ্র নাথ সিং প্রমুখ।
জেলা ইপিআই কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছাড়াও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশ বাংলাদেশের কর্মীরা অংশ গ্রহণ করে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, ‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ধ আমরা সবাই’ প্রতিপাদ্যে এবারে বিশ্বজুড়ে কুষ্ঠ দিবস পালিত হচ্ছে।