দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ইন্ডাস্ট্রিতে তার পদার্পণ প্রথম শ্রেণির নায়িকা হিসেবে হয়নি। বরং ভারতীয় সিনেমা জগতে তার ‘এন্ট্রি’ হয়েছিল একটি দ্বিতীয় শ্রেণির সিনেমায়। ছবির নাম ছিল ‘বুম’। সেই সিনেমায় প্রথম ঘনিষ্ঠ দৃশ্য করেছিলেন খল চরিত্রের অভিনেতা গুলশান গ্রোভারের সঙ্গে। যদিও তিনি নিজে ওই দৃশ্যটির কথা কখনও স্বীকারই করেননি।

‘বুম’ সিনেমায় একজন মডেলের চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা। ওই ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন গুলশান গ্রোভার, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, পদ্ম লক্ষ্মী এবং জিনাত আমান।

ছবিতে নবাগতা ক্যাটরিনার সঙ্গে একটি শারীরিক ঘনিষ্ঠতার দৃশ্য ছিল গুলশানের। যেখানে ক্যাটরিনা এবং গুলশান পরস্পরকে গভীর চুম্বনও করবেন। দৃশ্যটি সেই সময়ে হইচই ফেলে দিয়েছিল বলিউডে। ইউটিউবেও ওই ভিডিও দেখা হয়েছে ৪ কোটি বার।

বিভিন্ন সংবাদপত্র এবং পত্র-পত্রিকায় তখন লেখা হয়েছিল, ওই চুম্বন দৃশ্যের শ্যুটিংয়ের আগে ক্যাট আর গুলশান একান্তে দৃশ্যটির মহড়া দিয়েছিলেন।

একটি লকার রুমে নাকি টানা দু’ঘণ্টা চলেছিল ক্যাটরিনার সঙ্গে গুলশানের সেই মহড়া।

পরে অবশ্য ওই দৃশ্যটিকেই বাদ দেওয়া হয় ‘বুম’ সিনেমা থেকে। শোনা গিয়েছিল ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক অভিনেতা সালমান খানই দৃশ্যটিকে সিনেমা থেকে বাদ দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন।

ক্যাটরিনাও কখনও ওই চুম্বন দৃশ্য বা তার মহড়া নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি। প্রসঙ্গ উঠলে এড়িয়ে গিয়েছেন। তবে মুখ বন্ধ রাখেননি গুলশান।

এক সাক্ষাৎকারে গুলশান বলেছিলেন, “বিনোদনে আমি অনেক বছর কাটিয়ে ফেলেছি। আর আমি জানি, এখানে কোনও বিষয়কে যত চেপে রাখতে চাইবে, ততই তা নিয়ে আলোচনা হবে। এ ক্ষেত্রেও তাই হয়েছে।”

আসলে বিতর্কিত চুম্বন দৃশ্যটি নিয়ে ক্যাটরিনার কথা না বলতে চাওয়ার ব্যাপারে গুলশানের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিক। গুলশান বলেছিলেন, “কোনও অভিনেতা/অভিনেত্রী যদি একবার কোনও কাজ করে ফেলেন, আর তা যদি ক্যামেরায় বন্দি হয়ে যায়, তবে আপনি সেটাকে লুকনোর চেষ্টা করলেও লুকতে পারবেন না।”

গুলশান ওই সাক্ষাৎকারে বলেন, “অনেক সময়ে নায়িকারা নিজেদের ক্যারিয়ারের শুরুর দিকের ছবি লুকিয়ে রাখার চেষ্টাও করেন। কারণ পরে তারা অনেক বেশি ফ্যাশন সচেতন হন। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তাদের দেখতে আরও ভালও লাগে। কিন্তু সেই চেষ্টায় সফল হননি কোনও নায়িকা।”

গুলশানের তাই দৃঢ় বিশ্বাস ছিল, চুম্বনের দৃশ্য অস্বীকার করলেও লোকে বিষয়টি কখনও ভুলবে না।

বুম ছবিতে ক্যাটরিনার সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যের মহড়া দেওয়া নিয়েও প্রশ্ন করা হয়েছিল গুলশানকে।

গুলশান জবাবে বলেছিলেন, পত্র-পত্রিকায় ঘটনাটিকে অতিরঞ্জিত করা হয়েছিল। আমরা ঘনিষ্ঠ দৃশ্যের মহড়া দেওয়ার পাশাপাশি নিজেদের সংলাপেরও মহড়া দিয়েছিলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version