মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় মা-বাবাকে মারধরের অভিযোগ উঠেছে এক পুত্রের বিরুদ্ধে। গৌতম নামে ঐ পুত্র নিয়মিত তার মা-বাবার উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমন ঘটনাটি ঘটেছে ওই উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতাবক গ্রামে।
পুত্রের হাতে নির্যাতনের শিকার বাবা দিলিপ মালাকার বিচার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যর কাছে অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, এলাকার দিলিপ মালাকারে পুত্র গৌতম মালাকার প্রবাসী ছিলো প্রতিমাসে বাড়িতে টাকা পাঠাতেন। ওই টাকা বাবা দিলিপ মালাকার ও মা মায়া রানী খরচ করতেন তাদের সাংসারিক কাজে। সম্প্রতি গৌতম মালাকার বাড়ি এসে তার পাঠানো টাকার হিসাব চাইলে বাবা-মা’য়ের সাথে পুত্রের দ্বন্দ্ব শুরু হয় এবং তা মারামারির পর্যায়ে চলে যায়। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে।
এ বিষয়ে দিলিপ-মায়া রানী দম্পতি অভিযোগ করে বলেন, “আমরা দীর্ঘ দিন ধরে আমার ছেলে ও তার বউয়ের মাধ্যমে নির্যাতনের শিকার হচ্ছি”।
মারধর করে জখম করা হয়েছে মা বাবা উভয়কেই।
তবে এ প্রসঙ্গে পুত্র গৌতম মালাকারকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রবাসকালীন ছেলের পাঠানো টাকা বাবা দিলিপ মালাকার বেহিসাব খরচ করেছেন বলে তিনি হিসাব দিতে পারছেন না। এ বিষয় নিয়ে এলাকাবাসী বাবা দিলিপ মালাকারের প্রতি কিছুটা বিরক্ত হলেও মারধরের ঘটনা সত্য সেটা বোঝা যাচ্ছে। তাদের শরীরের মারধরের কিছুটা নমুনাও লক্ষনীয়।