এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী সদরের দারোয়ানীতে ট্রেনে কাটা পড়ে চারজন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী।
বুধবার(২৬/জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে মারা যায় সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকার ধনীপাড়ার আশরাফ আলীর স্ত্রী শেফালী বেগম (৩৫)। নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একই এলাকার কোরানীপাড়ার বেলাল হোসেনের স্ত্রী ছায়া বানু (২৬) ও ধনীপাড়ার মোশাররফ হোসেন বদির স্ত্রী রুমা আকতার (২৫) এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ধনীপাড়ার আরমান হোসেনের স্ত্রী মিনারা আকতার (২২) মারা যায়।
এ দুর্ঘটনায় আহতরা হলেন- ইজিবাইকচালক আপন হোসেন (২৮), নাজমিন আকতার (৩০), রওশন আরা (৩৪) ও রোমানা আকতার (২৮)। এদের সকলের বাড়ি দারোয়ানী এলাকায়। তারা উত্তরা ইপিজেডের বিভিন্ন কারখানায় কাজ করতেন বলে জানা যায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।