বুরকিনা ফাসোর সেনা ব্যারাকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। তবে সেনা অভ্যুত্থান ঘটেনি বলে দাবি করেছে দেশটির সরকার।
রয়টার্স জানিয়েছে, রাজধানী ওউয়াগাদুগোর সাঙ্গোলি লামিজানা শিবিরে স্থানীয় সময় রবিবার ভোর ৫টার দিকে ভারী গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। এখানে সেনাবাহিনীর জেনারেল স্টাফের বাসভবন রয়েছে। এছাড়া ২০১৫ সালে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার অভিযোগে আটক সেনাদের এখানে অবস্থিত একটি কারাগারে রাখা হয়েছে।
ব্যারাকে থাকা সেনাদের ফাঁকা গুলি ছুড়তে দেখা গেছে এবং ওউয়াগাদুগো বিমানবন্দরের নিকটবর্তী বিমানঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়।
বুরকিনা ফাসোর সরকার গোলাগুলির বিষয়টি স্বীকার করেছে। তবে সামাজিকযোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেনা অভ্যুত্থানের সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।