দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মো. মাসুম বিল্লাহ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চলমান সেমিস্টার ফাইনাল ও রুটিন পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। এছাড়া কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে আবাসিক হল। পাশাপাশি ক্লাস,মিডটার্ম ও এসাইনমেন্ট নেয়া হবে অনলাইনে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনলাইনে ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, একাডেমিক কাউন্সিলের সভায় সশরীরে সকল পরীক্ষা নেয়া এবং সকল বিভাগের ক্লাস চালু থাকবে অনলাইনে। তবে শিক্ষার্থীদের দিক বিবেচনা করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে আবাসিক হলগুলো, সামাজিক দূরত্ব মেনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাফতরিক কার্যক্রম চালু, চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম যথারীতি চালু থাকার পাশাপাশি ক্যাম্পাসে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাস খোলা থাকবে তবে আমরা কিছু বাধ্যবাধকতা দিয়ে দিয়েছি এগুলো মেনে আমাদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা তপন কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version