মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে অজ্ঞাত এক ব্যক্তির আনুমানিক (৪৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (জানুয়ারি-২২) বিকেলে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে পদ্মার চরের একটি জঙ্গল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের পদ্মানদীর চর এলাকার একটি জঙ্গলে গাছের সাথে রশি দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় জেলেরা। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক আল আমীন এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তের জন্য সিআইডি টিমকেও জানানো হয়েছে।