টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটায় ইউনিয়নের পালপাড়া গ্রামে থেকে আজ ভোরে ৪ কেজি গাঁজা সহ মাদক সম্রাট জহুরুল কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে, নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল অফিসার ইনচার্জ ওসি এর দিক নির্দেশনায় এসআই অশোক ভূষণ সাহার নেতৃত্ব এএসআই মো. জাহাঙ্গীর, কনস্টেবল তোরাব আলী, ২২ জানুয়ারী শনিবার ভোর ৪.০৫ মিনিটের সময় গয়হাটায় ইউনিয়নের পাল পাড়া একটি অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার পাল পাড়ার মো. জব্বার মিয়ার ছেলে মো. জহুরুল (৪০) কে তার বসত বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্য মজুদকৃত ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে পুলিশের চৌকস দলটি।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত, থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১১ নং ক্রমিকে ২২/০১/২০২২ তারিখে নাগরপুর থানায়, একটি নিয়মিত মাদক মালা দায়েরে করা হয়েছে। পুরো উপজেলায় আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায়, কাজে একটু সময় লাগছে। এছাড়াও তাকে বিজ্ঞ আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।