ওমিক্রনের তাণ্ডবে ফ্রান্সে করোনা সংক্রমণের অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
ওমিক্রনের প্রাদুর্ভাবে শুধু ফ্রান্সেই নয় পুরো ইউরোপজুড়ে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফ্রান্সের প্রতিবেশি যুক্তরাজ্য, জার্মানিসহ ইতালি, স্পেন ও পোল্যান্ডের মতো দেশগুলোতেও সংক্রমণের পাশাপাশি প্রাণহানির সংখ্যাও বেড়েছে।
ফরাসি স্বাস্থ্য দফতর পাবলিক হেলথ ফ্রান্স’র প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ফ্রান্সে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মহামারি শুরুর পর থেকে এটি সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এর আগের ২৪ ঘণ্টায় ইউরোপের এই দেশটিতে ১ লাখ ২ হাজার ১৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।