ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে র্যাব তাদের জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা প্রাইভেটকার জব্দ করা হয়। বর্তমানে র্যাব ও পুলিশ যৌথভাবে তাদের নিয়ে অভিযান পরিচালনা করছে।
আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এর আগে গতকাল সোমবার সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে তার মরদেহ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (১৬ জানুয়ারি) কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর দিন শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।