আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ উত্তরাঞ্চলে কনকনে শীতে অতি কষ্টে দিনাতিপাত করছে নিম্ন আয়ের মানুষ। সেই কষ্ট লাঘবে এগিয়ে এসেছে তারাগঞ্জের মানবিক সংগঠন ‘মুক্তির সংগ্রাম’। জানা গেছে , প্রতিষ্ঠার পর থেকে খাবার বিতরণ, করোনাকালীন ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে । এরই ধারাাহিকতায় আজ সোমবার (১৭ জানুয়ারি) তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন মার্কেটে শতাধিক শীতার্ত মানুষের মাঝে সার্জিক্যাল মাক্স ও কম্বল বিতরণ করছে সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম বলেন, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এক অসাধারণ অনুভূতি। মহান স্বাধীনতা যুদ্ধে আমরা বাবা মুক্তির সংগ্রামে যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক তেমনি, আমিও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। নিজের সীমাবদ্ধতার জন্য খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি না। ভবিষ্যতে যেন তারাগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমার জন্য সকলেই দোয়া করবেন। কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অভিজ্ঞতার কথা জানান সংগঠনের স্বেচ্ছাসেবী শরিফা বেগম। তিনি বলেন, তারাগঞ্জের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি প্রয়োজন ইচ্ছা শক্তির। সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে শীতের কষ্ট লাঘবে অসহায় মানুষের পাশে যতটা সম্ভব এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা করোনাকালীন সময়ে শ্রমজীবী মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে হাজির হয়েছিলাম। করোনার মত যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকব, ইনশাল্লাহ। কম্বল নিতে আসা মনোয়ারা বেগম (৬০) বলেন, কয়কদিন থাকি খুব ঠান্ডা পড়ছে বাবা, ঠান্ডার তখনে আইতোত নিন পাড়ির পাওনা। হাত-পাও পসান হয়া থাকে, কম্বলটা পায়া খুব ভালো হইল , এখন রাইতোত আর ঠান্ডা লাগবে না। আল্লাহ হাকিমের ভালো করুক। উল্লেখ্য, ২০১৩ সালে কিছু উদ্যোমী তরুণের হাত ধরে তারাগঞ্জের বুড়ির হাট বাজারে প্রতিষ্ঠিত হয় মানবিক সামাজিক সংগঠন মুক্তির সংগ্রাম । প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাকিমের হাত ধরে এতে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন নূরনবী ইসলাম মিন্টু, সাইবুল ইসলাম, ডাঃ মোঃ ইউনুস আলী, আনিসুল হক, শহীদা বেগমসহ অনেকেই। ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিনের সহধর্মিনী হাওয়া মাই , সাংবাদিক বিপ্লব হোসেন অপু, সাংবাদিক সিরাজুল ইসলাম বিজয়, সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক ইমরান প্রামানিক, শাকিল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম প্রমুখ।