মো. মাসুম বিল্লাহ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আসন্ন ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ১১ টি ইউনিয়নে ১৭ চেয়ারম্যান প্রার্থী সহ ৪২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে,১৩ জানুয়রি, ২০২২ খ্রি: রোজ বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত এসব মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়া হয়।
মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন যারা তারা হলেন- ২নং_মেদুয়ারী_ইউনিয়ন ১.শারোয়ার মোর্শেদ জামান ৫নং_বিরুনীয়া_ইউনিয়ন
১/মোশাররফ হোসেন ঢালী,
২/আব্দুস ছামাদ,
৩/মোঃ নাসির উদ্দিন সরকার,
৪/মজিবুর রহমান,
৬নং_ভালুকা_ইউনিয়ন:
১/শাহ মো: আলী আজগর,
২/মোঃ নূরে আলম সিদ্দিকী স্বপন,
৭নং_মল্লিকবাড়ি_ইউনিয়ন:
১/জসীম উদ্দিন আহমেদ,
৮নং_ডাকাতিয়া_ইউনিয়ন:
১/হুমায়ুন আহম্মেদ,
২/মোঃ অন্তর,
১০নং_হবিরবাড়ি_ইউনিয়ন:
১/রফিকুজ্জামান,
১১নং_রাজৈ_ইউনিয়ন:
১/মোঃ নূরুজ্জামান খান,
২/মোঃ রফিকুজ্জামান খান,
৩/মীর মোঃ এমরান হাসান,
৪/মোঃ আব্দুল খালেক,
৫/মোঃ আঃ হক মন্ডল,
৬/নাঈমুল করীম,
চৌধুরী উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান জানান, উপজেলার ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন , মেম্বার পদে ২৫ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আসন্ন ৬ ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ভালুকা উপজেলার ১১ টি ইউনিয়নে চেয়রাম্যানের পদে ৭৭ জন,সদস্য পদে ১৪১, সংরক্ষিত সদস্য পদে ৪২৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিল।
১৪ ই জানুয়ারি,২০২২ খ্রি:, রোজ শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া ৩১-ই জানুয়রি ২০২২ খ্রি: ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।