স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক বলেছেন, বৃহস্পতিবার থেকে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে। যদি আইন না মানা হয় তাহলে জরিমানা করা হবে। আজ বুধবার বিকালে তিনি এই কথা জানান।
তিনি বলেন, দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। প্রতিদিন আক্রান্ত বাড়ছে, এখন হাসপাতালে এক হাজারের বেশি রোগী। আগামী ৫-৭ দিনের মধ্যে হাসপাতালে রোগী বাড়ার সংখ্যা আরও বাড়বে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাণিজ্য মেলা কিংবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা সেটা দেখার জন্য অন্য অথরিটি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ সচেতন করা।
এদিকে, করোনার সংক্রমণ রোধে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধসহ ১১ দফা বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।