গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমে সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই করতে পারবেন না। এতে করে একদিকে অর্থ ব্যয় অন্যদিকে সময় ব্যয়। এতে জাতির কোনো কল্যাণ বয়ে আসবে না।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমার চারপাশে যারা রয়েছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের আঘাতে রক্তাক্ত হয়েছে। অথচ থানায় মামলা হলেও এখনো আসামিরা কেন গ্রেফতার হচ্ছে না। কারা তাদের পৃষ্টপোষকতা করছে? তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।