প্রতিপক্ষের মাঠে অলিম্পিক লিওঁর বিপক্ষে রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে পিএসজি। করোনা থেকে মুক্তি পেলেও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় লিওনেল মেসিকে ছাড়াই এদিন মাঠে নামে পিএসজি।
শুরুতে লুকাস পাকেতার গোলে পিছিয়ে পড়ে মেসির ক্লাব। পরে তাদের হয়ে সমতা টানেন টিলো কেরার। গোলের উদ্দেশ্যে ১৫টি শট নেয় পিএসজি। লক্ষ্যে ছিল অবশ্য মাত্র তিনটি। লিওঁর ১১ শটের ৪টি লক্ষ্যে ছিল।
ম্যাচের ৫ম মিনিটে দারুণ এক সেভ দেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস। কিন্তু দুই মিনিট বাদেই গোল হজম করতে হয় তাকে। মাঝমাঠ থেকে সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন পাকেতা।
বিরতির পরপর কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও লক্ষ্যে রাখতে পারছিল না পিএসজি। ৭৬তম মিনিটে এসে অবশেষে সমতায় ফেরে তারা। ফাঁকায় বল পেয়ে টিলো কেরারের নিচু শট পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন লিওঁ গোলরক্ষক, উল্টো তার পায়ে লেগেই বল জড়িয়ে যায় জালে। এরপর বাকি সময়ে আর গোল হয়নি। ড্র করলেও লিগ ওয়ানে শীর্ষেই আছে পিএসজি।