দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সিলেটের তেমুখি-বাদাঘাট এয়ারপোর্ট বাইপাস সড়ক ৭২৭ কোটি টাকা ব্যায়ে ৪-লেন প্রকল্প একনেক সভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।
শনিবার বিকেলে সংগঠনের অস্হায়ী কার্যালয় সিলেট এয়ারপোর্ট গেইট নতুনবাজারে অনুষ্টিত সংগঠনের এক সভায় এ অভিনন্দন জানান নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মকসুদ আহমদ। সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মইনুল হক এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি হাজী শায়েস্তা মিয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি হাজী আব্দুল মছব্বির,জাহিদুল হক ইমরান,সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুর রহমান সুলেমান,অর্থ সম্পাদক হাজী আব্দুল মালিক,দপ্তর সম্পাদক সমশের মর্তুজা চৌধুরী,প্রচার সম্পাদক মোঃ রজব আলী,আইন বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ বুলবুল।সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ মকসুদ আহমদ বলেন,তেমুখি- বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক ৪-লেনে উন্নিত করার দাবি ছিলো সিলেটবাসীর দীর্ঘদিনের।অনেকদিন পরে হলেও সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এর ঐকান্তিক প্রচেষ্টায় জাতির পিতার সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত একনেক সভায় ৭২৮ কোটি টাকা ব্যায়ে এপ্রকল্প অনুমোদন হওয়ায় মহান আল্লাহর কাছে তারা শুকরিয়া জ্ঞাপন করে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ এরসঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,এতে সিলেট নগরী যানজট নিরসনের পাশাপাশি সিলেটের সঙ্গে আন্তঃজেলা পন্য পরিবহনের যাতায়াত ও সিলেটের সঙ্গে সারাদেশের ব্যাবসা বানিজ্যের আরো ব্যাপক প্রসার ঘটবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।সভার মালিক সমিতির নেতৃবৃন্দ অনুমোদিত প্রকল্প ঢাকা-সিলেট ৬-লেন,সিলেট-তামাবিল মহাসড়ক ও তেমুখি -বাদাঘাট -এয়ারপোর্ট ৪-লেন প্রকল্পের কাজ দ্রুত শুরুকরে যথাসময়ের মধ্যে শেষ করার ও দাবি জানান। সভায় নেতৃবৃন্দ দেশ স্বাধীনের ৫০ বছর পর সিলেটে প্রথম সরকার অনুমোদিত সংগঠন “সিলেট ট্রাক-কাবার্ডভ্যান মালিক সমিতি”র কার্যক্রমকে আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।তারা সকল ভেদাভেদ ভুলে সিলেট জেলার সকল ট্রাক-কাবার্ডভ্যান মালিকদের সার্থ সংরক্ষণের লক্ষ্যে সবাইকে এ সংগঠনের সদস্য হয়ে সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার ও আহবান জানানো হয়। নেতৃবৃন্দ সংগঠনকে এগিয়ে নিতে সিলেটের প্রশাসন সহ সকল মহলেরও সহযোগিতা কামনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version