আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠিতে ১ কেজি গাঁজা সহ ২ যুবককে আটক করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । শুক্রবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় ঝালকাঠির সদর উপজেলার রমজানকাঠি এলাকা হইতে তাদের আটক করা হয়।
আটককৃত সুমন খান(৪০) রমজানকাঠি এলকার হাজী আমির খানের ছেলে ও সম্রাট সিকদার(২৮) উধচড়া এলকার মৃত নাসির সিকদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি এলাকায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে তাদের ১কেজি গাঁজ সহ গ্রেপ্তার করে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।