দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পঞ্চম দফা ইনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী উপজেলার ২৪ ইউনিয়নে নির্বাচন আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন ঘিরে তৈরি হয়েছে শঙ্কা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে নারী ও পুরুষ।

নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে মাঠে নেমেছেন ১৭ জন ম্যাজিস্ট্রেট বিশাল আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মাঠে রয়েছেন। কোথাও কোনো গণ্ডগোল বা অনিয়মের খবর পাওয়া গেলে তারা তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেবেন। পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড টহল দিচ্ছে। সহিংসতাপ্রবণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

২৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন। এরমধ্যে আনোয়ার উপজেলার ১০ ইউনিয়নে ১ লাখ ৯৫ হাজার ৪৫০। এতে নারী ভোটার ৯২ হাজার ৪৫৯ এবং পুরুষ ১ লাখ ২৯১ জন। এই উপজেলায় মোট কেন্দ্র ৯২টি। এ ছাড়া বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ১৮ জন।

এতে পুরুষ ভোটার ৬০ হাজার ২০ জন এবং নারী ৫৪ হাজার ৯৯৮ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র থাকবে ৬৫টি। চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার ৯৭ হাজার ৮১৫ জন। এতে পুরুষ ভোটার ৫১ হাজার ৫১৫ এবং নারী ৪৬ হাজার ৩০০ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র থাকবে ৬৩টি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version