হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
হাইতির স্বাধীনতা দিবস উপলক্ষে গত শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় গোনাইভস শহরের একটি গির্জায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। সেখানেই তাকে হত্যার চেষ্টা চালায় বন্দুকধারীরা।
হাইতির প্রধানমন্ত্রীর ওপর বন্দুক হামলার একটি ভিডিও অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ পেয়েছে। সেখানে তীব্র গোলাগুলির মধ্যে প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার সঙ্গে থাকা দলকে চিৎকার করতে করতে গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায়।
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার সময় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হওয়া বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।
এর আগে গত জুলাই মাসে নিজের বাসভবনে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছিলেন হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস। এরপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে।