ঢালিউডের একসময়ের পর্দা কাঁপানো নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এখনো শোবিজ জগতে সক্রিয়। বর্তমানে নতুন ছবি “চিরঞ্জীব মুজিব”র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা তিন লাখ ৭০ হাজারেরও বেশি। ফেসবুকে প্রায়ই নিজের নানা ছবি পোস্ট করেন পূর্ণিমা।
শনিবার পূর্ণিমা কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে পূর্ণিমার এক ভক্ত মন্তব্য করেন, ‘জানি তো কখনোই যে ছবি তুলে দেয় তাকে দেখা যাবে না।’ ভক্তের আগ্রহ মিটিয়েছেন নায়িকা। তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো আমার মেয়ে তুলে দিয়েছে।’
পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল ১৯৯৮ সালে, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি। পাশাপাশি উপস্থাপক হিসেবেও তার জনপ্রিয়তা রয়েছে।