মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনে। এতে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল মাদারীপুর- শরীয়তপুর আঞ্চলিক সড়কে। শুক্রবার সকালে সদর উপজেলার খাগদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ইজিবাইকের আরও ২ যাত্রী। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩৫)। আরেকজন হলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছড়া গ্রামের আবদুর রাজ্জাক মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন (৪৫)। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। অন্যদিকে মাদারীপুর শহর থেকে মোস্তফাপুর যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়। পরে গুরুতর অবস্থায় আরও একজন মারা যান।