চীনে যেসব ফুটবলার জাতীয় দলে খেলেন, তাদের শরীরে উল্কি বা ট্যাটু নিষিদ্ধ করা হয়েছে। নতুন জারি করা এক নির্দেশে পরামর্শ দেওয়া হয়েছে, যারা শরীরে ইতোমধ্যেই ট্যাটু করিয়েছেন তারা যেন তারা মুছে ফেলেন।
দেশটির ক্রীড়া প্রশাসন কর্তৃপক্ষ বলেছে, জাতীয় পর্যায়ে এবং তরুণদের স্কোয়াডের জন্য ট্যাটু করা নতুন কোনো খেলোয়াড়কে নিয়োগ করা ‘কঠোরভাবে নিষিদ্ধ’ করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য ‘সমাজের জন্য একটা ভালো উদাহরণ সৃষ্টির’ চেষ্টা।
ডিফেন্ডার ঝ্যাং লিনপেং-এর মতো কয়েকজন জাতীয় পর্যায়ের ফুটবল তারকাকে আগেই তাদের ট্যাটু ঢেকে রাখতে বলা হয়েছে।
চীন ২০১৮ সালের মাঝামাঝি থেকে পর্দায় ট্যাটু দেখানো বন্ধ করতে ক্রমশই নিয়মনীতি জোরদার করছে। এরপর থেকে কিছু পেশাদার ফুটবলার তাদের ট্যাটু বা শরীরের অঙ্কন শিল্প ঢাকতে পুরো হাতা জামা পরছেন।
সূত্র : বিবিসি