মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তাওহীদুল ইসলাম লিংকন (৩০) দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে। বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদুল ইসলাম লিংকন মাদারীপুর শহরের বাগেরপার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খোয়াজপুর মঠেরবাজার থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক দিয়ে মাদারীপুর শহরে আসছিলেন লিংকন। এ সময় দ্রুতগতির অন্য একটি মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হন। তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু ফরিদপুর হাসপাতালে নেওয়ার আগেই লিংকন মারা যান।
আহত অবস্থায় রানা (৩০) ও মুবিনকে (১৪) ফরিদপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুইজনের বাড়ি মাদারীপুর সদরে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনজনের অবস্থাই গুরুতর ছিল। কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা লিংকন মারা যান।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এর মধ্যে লিংকন মারা গেছে।