সিলেটের শাহ পরান রঃ থানাধীন নির্মাণাধীন বহর জামে মসজিদের জন্য আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য জাবেদ আহমদ এর সহযোগিতায় ও নিউইয়র্ক মদিনা মসজিদের সহসভাপতি খলিল আহমদ’র অর্থায়নে মাইক সেট প্রদান।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বহর পশ্চিম জামে মসজিদের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রধান অতিথি নিউজ চেম্বার টুয়েন্টিফোর ডটকম’র নির্বাহী সম্পাদক ও দৈনিক বিজয়ের কন্ঠ’র স্টাফ রিপোর্টার এম. এ ওয়াহিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ও কমিউনিটি নেতা মোঃ সাইফুল হক মিরাসী। এসময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মোঃ নজরুল ইসলাম প্রতিষ্ঠাতা মুতাওল্লিঃ আলা উদ্দিন আলাল, সেক্রেটারিঃ মো .নুরুল ইসলাম, ক্যাশিয়ার মো.শামীম আহমদ,দপ্তর সম্পাদকঃ আশরাফুল ইসলাম, আল ইসলাহ সিলেট শাহ পরান রঃ থানা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ তাপাদার ও নাঈম আহমদ সাব্বী প্রমুখ।