ঝালকাঠিতে ৫ম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। আজ মঙ্গলবার সকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা সুগন্ধা ও বিশখালি নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝখানে লঞ্চঘাট এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তারা এই লাশ উদ্ধার করে। মরদেহটি লঞ্চের নিখোঁজ যাত্রী হবে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
লঞ্চঘাট এলাকায় উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, মরদেহটি পুরুষের এবং তার বয়স হবে ৩০/৩২। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাবে।