দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পরমাণু ইস্যুতে ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেন, এবারের বৈঠকে অন্য পক্ষগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান কর্মকর্তা এনরিক মোরা একথা স্বীকার করেছেন যে, সপ্তম দফা বৈঠকে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং আরও সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি অবকাঠামো তৈরি হয়েছে।

তিনি বলেন, ইরানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ সংক্রান্ত যে দু’টি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছে তা নিয়ে আজ মঙ্গলবার থেকে আলোচনা শুরু হবে।

এদিকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী এনরিক মোরা সোমবারের বৈঠক শেষে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনা সংলাপে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। তিনি বলেন, সব পক্ষ ইতিবাচক মনোভাব দেখালে কয়েক মাসের প্রয়োজন হবে না বরং কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে।

প্রসঙ্গত, আমেরিকা ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার নিরসন করে ওই সমঝোতাকে আবার পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে এই সংলাপ চলছে। সূত্র : পার্সটুডে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version