দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মো. মাসুম বিল্লাহ, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের সম্পদ সীমিত; তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি সীমিত সামর্থ্যরে মধ্যদিয়ে সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো স্বল্প খরচে দেশের মেধা বিকাশ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট অনুষ্ঠানটি আয়োজন করেন।

প্রফেসর ড. সৌমিত্র বলেন, কিছু সংগঠন আছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং করে থাকে। তবে তাদের এই র‌্যাঙ্কিং প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ প্রক্রিয়াতে র‌্যাঙ্কিং করলে বরং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয়। তবে ধারাবাহিকভাবে পাবলিক বিশ্ববিদ্যালগুলোর উন্নয়ন সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন উন্নত সোনার বাংলাদেশ গড়া তরান্বিত হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মাননীয় উপাচার্য আরও বলেন, আপনাদের মাঝে আসতে পেরে আমি একদিকে যেমন আবেগাপ্লুত অন্যদিকে কিছুটা বেদনাহত। আবেগাপ্লুত কারণ আমার শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পেয়েছে, অন্যদিকে বেদনাহুত হয়েছি কিছু শিক্ষার্থীর আর্থিক দুরবস্থার চিত্র দেখে। আমারা নিয়মের মধ্যে থেকে সবসময় আপনাদের পাশে আছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হালিম, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের হেড অব অপারেশন্স কাজী আহমেদ ফারুক, এসিসট্যান্ট ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম,শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম কিরণ সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ময়মনসিংহ বিভাগের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এরমধ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৫জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। তাদেরকে আগামি চারবছর প্রতিমাসে ৩হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version