বৃষ : শরীরকে সুস্থ রাখতে গেলে নেশা ছাড়তে হবে। মদ, সিগারেট দূরে রাখুন নিজেকে। আর্থিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে হবে। গুরুত্বপূর্ণ মানুষদের পরামর্শ কাজে আসবে।
মিথুন : ছোটখাটো বিষয়ে বিপুল খরচ হবে। বাড়ির জিনিস কেনার ব্যপারে বন্ধুদের উপর ভরসা করবেন না। আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সাফল্য আনতে পারে। স্ত্রীয়ের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।
কর্কট : ব্যস্ততার মধ্যে থেকে সময় বাঁচিয়ে কোনও সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন। সান্ধুসন্তের থেকে পাওয়া আধ্যাত্মিক জ্ঞান শান্তি দেবে। নতুন রোজগারের কোনও পথ খুঁজে বের করুন।
সিংহ : বন্ধুদের সাহায্যে ব্যবসায়িক লাভ হবে। অফিসের কাজ তাড়াতাড়ি মিটিয়ে বন্ধুদের সাথে আমোদ প্রমোদ করেকা কাটাতে পারেন। মোবাইলে নিয়ে বসে থেকে বেশি সময় নষ্ট করবেন না।
কন্যা : রক্ষণশীল ক্ষেত্রে বিনিয়োগ করুন। এর ফলে লাভ পাবেন। আপনার উপর অনেক কাজের দায়িত্ব থাকবে। সময়ের সঠিক ব্যবহার করুন। কাজের পাশাপাশি বাড়ির লোকজনদেরও সময় দিন।
তুলা: যে কোনও ক্ষেত্রে বিবেচনা করে বিনিয়োগ করা উচিত। পরিবারের সদস্যদের সাথে আজ আনন্দের সময় কাটবে। জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে খুশিতে মেতে উঠুন।
বৃশ্চিক : শারীরিক সমস্যার মোকাবিলা করতে গিয়ে অধৈর্য হবেন না। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। সমস্যা ভুলে পরিবারের সাথে আনন্দে মাতুন। বন্ধুর ভুল পরামর্শে সমস্যা বাড়তে পারে।
ধনু : শরীর কিছুটা দুর্বল থাকবে। তাই আজ আপনার বিশ্রাম এবং সঠিক ডায়েট প্রয়োজন। বন্ধুদের সাহায্যে আজ কিছু অর্থ উপার্জন হতে পারে। ব্যবসায়িক বৃদ্ধিও সম্ভব। সাফল্যের জন্য পরিশ্রম দরকার।
মকর : আজ আপনি সকলের সমর্থন পাবেন। দীর্ঘস্থায়ী বিনিয়োগগুলি থেকে ভালো লাভ পাওয়া যাবে না। আত্মীয়দের থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। স্ত্রীয়ের সান্নিধ্য আজ মন খুশি করে দেবে।
কুম্ভ : আগেকার সঞ্চয়ের পরিকল্পনা আজ কাজে দেবে। জমানো টাকার সাহায্যে বড় সমস্যা মিটবে। বাচ্চাদের উচিত ভবিষ্যৎ নিয়ে সঠিক পরিকল্পনা করা। স্ত্রীয়ের সাথে বোঝাপড়া ভালো হবে।
মীন : মায়ের কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন। এর ফলে অনেক সমস্যা মিটে যাবে। সন্তানদের প্রতি বেশি উদারতা দেখাবেন না। তারা এর সুযোগ নিতে পারে। বাড়ি সমস্যা নিয়ে চাপে থাকবেন।