সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে তার ভাইয়ের করা আবেদনে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আইনমন্ত্রী বলেন, ‘আবেদনের ব্যাপারে আমাদের আইনি মতামত দিয়ে আমরা এটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এর আগেও এ ব্যপারে যতবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটি গেছে। যেহেতু প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটি যাবে তাই এখনই কোনো সিদ্ধান্ত বা মতামত বলা যাবে না। প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, ৪০১ ধারায় যে ৬টি উপ-ধারা আছে সেখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশনে আবার বিবেচনা করার কোনো সুযোগ নেই। এখানে স্ট্যান্ড আর সেটিংয়ের কোনো ব্যাপার না। এটা আইনের যে ব্যাখ্যা, আমি সে ব্যাখ্যা দিয়েছি। সেই ব্যাখ্যার সঙ্গে কোনোখানেই আমি দেখিনি তার জাজমেন্টে দ্বিমত আছে। আমার দেওয়া ব্যাখাটা সঠিক বলে আমি মনে করি। ’