সিলেট বিভাগের বধ্যভূমি, গণকবর ও একাত্তরে পাক-হানাদারদের নির্মম গণহত্যা-নির্যাতনের ঘটনা নিয়ে আশীষ দে সংকলিত ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক। আজ ২৩ ডিসেম্বর সিলেটের অভিজাত একটি হোটেলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান,যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব,সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার,
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থেকে এডভোকেট সালেহ আহমদ সেলিম, সিলেট মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য সুদীপ দেব, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক দেবাংশু মিটু, সিলেট প্রতিদিন২৪ এর সম্পাদক সাজলু লস্কর, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার,
সমাজকর্মী রিপন এষ চৌধুরী, সাবেক ছাত্রনেতা রকি দেব,কমল রায়, যীশু আচার্য, অভি চন্দ্র দাস, প্রমুখ। এসময় জাহাঙ্গীর কবির নানক বলেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণে ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন’ গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।