আকরাম বলেন, এটা আমাদের পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি বিসিবিতে ভালো মন্দ সবকিছুতে আমার অভিভাবকের মতো ছিলেন, তার সাথে কথা বলে তার মতামত নিয়েই আমি চূড়ান্তভাবে আপনাদের সিদ্ধান্ত জানাতে চাই।
ঘটনার সূত্রপাত আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম খানের এক ফেসবুক পোস্ট ঘিরে। সোমবার (২০ ডিসেম্বর) নিজের ফেসবুকে তিনি আকরামের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে একটি পোস্ট করেন।
এরপরই তোলপাড়। তার পোস্টটি ছিল, ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে সরে যাচ্ছেন আকরাম খান। গুঞ্জন ক্রিকেট পাড়ায়, সবার একটাই জিজ্ঞাসা, তাহলে কি সত্যিই অপারেশন্স প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম। সাবিনা আকরাম খান জানান, সে (আকরাম) স্বেচ্ছায় ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চাচ্ছে।
সাবিনা বলেন, আকরাম সারাটা জীবন ক্রিকেট নিয়েই পড়ে থাকলো। ক্রিকেটকে সময় দিতে গিয়ে পরিবার-সন্তানদেরও সময় দিতে পারছে না। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া তিনি আরও জানান, আকরাম নিশ্চয়ই মিডিয়ার কাছে এ ব্যাপারে বিস্তারিত জানাবে।
বাংলাদেশ ক্রিকেট দলের ভরাডুবিতে অভিযোগের তীর কোচিং স্টাফ, নির্বাচক, ক্রিকেট অপারেশন্স থেকে শুরু করে গোটা বোর্ডের দিকেই উঠছে। এর মধ্যেই এমন বিস্ফোরক খবর পাওয়া গেল। যদিও বিসিবির তরফ থেকে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।