ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সরোয়ার জাহান শিশির সভাপতি ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আনিসুর রহমান চৌধুরী সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হলো৷ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, সংগঠনটির পূর্বে নাম ছিলো ল’ অ্যাওয়ানেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টার। সেই নাম থেকে পরিবর্তন করে ল’ এ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি করা হয়েছে। বর্তমানে “এসো আইন মেনে চলি, মানবতার ঐশ্বর্যে জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।