জসিম উদ্দীন, কলমাকান্দা(নেত্রকোণা) প্রতিনিধি :
পি ই সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন কে সংবর্ধনা প্রদান করেছেন বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষ।
এ উপলক্ষে রবিবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ছারোয়ার জাহান (সহকারী শিক্ষা অফিসার কলমাকান্দা) সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মুহাম্মদ আলীম উদ্দীন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৈলাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন সাহেব।
(আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের) সহকারী রফিকুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শুনান ৪র্থ শ্রেণীর ছাত্রী মৌমিতা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খাতুন, কৈলাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব, প্রমুখ।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির ছাত্র মোঃ সাঈম
আরো উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মোশাহিদুল ইসলাম আল আমিন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাল উদ্দীন, মূসা দেওয়ানী, আব্দুর রহমান, মিয়া চাঁন প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ আলীম উদ্দীন, খতিব চাঁনকোনা জামে মসজিদ।