মোঃ মহিবুল ইসলাম, বরগুনা প্রতিনিধিঃ
বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের আয়োজনে পাথরঘাটার প্রান্তিক জেলেদের সাথে মতবিনিময় করেছেন বিসিজি দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মনজুরুল করিম চৌধুরী।
পাথরঘাটা বিসিজি স্টেশন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট এইচএমএম হারুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ।