করোনার কারণে বন্ধ হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড-২০২১’-এর ফাইনাল। কোভিড থাবা বসিয়েছে সুন্দরী প্রতিযোগিতার আসরে। জানা গেছে, মিস ইন্ডিয়া-২০২০ মানাসা বারাণসীসহ করোনা আক্রান্ত সেখানকার ১৭ জন প্রতিযোগী ও কর্মী। সবার মধ্যে যাতে করোনা ছড়িয়ে না পড়ে তাই ফাইনাল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। পুয়ের্তো রিকো-তে এবার হওয়ার কথা ছিল ‘মিস ওয়ার্ল্ড’র গ্র্যান্ড ফিনালে। তবে হঠাৎ আসা করোনার থাবায় বিচলিত আয়োজকরাও। বিবৃতিতে তারা জানিয়েছে ফাইলান পিছিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা।
তবে, আগামী ৯০ দিনের মধ্যেই তা হবে। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন বিবৃতিতে বলেছে, প্রতিযোগী, কর্মী, ক্রু ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে মিস ওয়ার্ল্ড-২০২১ সাময়িকভাবে পুয়ের্তো রিকোর ফাইনাল পিছিয়ে দেয়া হচ্ছে। আরও জানা যাচ্ছে করোনা আক্রান্ত প্রতিযোগীদের মধ্যে রয়েছেন ভারতের তেলেঙ্গানার মানাসা বারাণসীও। বর্তমানে দেশেই আইসোলেশনে আছেন মানাসা।