দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কলমাকান্দা(নেত্রকোণা) প্রতিনিধি:-

বৃহস্পতিবার দুপুরে হামলায় আহত সাংবাদিক রানা আকন্দ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সিধলী বাজারের স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঐ ঘটনার নিউজ সংগ্রহ করতে গেলে আজকের পত্রিকার সাংবাদিক রানা আকন্দ আহত হয়।

আহত ব্যক্তিরা হলেন কৈলাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া, একই ইউনিয়নের কৃষক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের কর্মী বাচ্চু মিয়া, সাইকুল ইসলাম, সুহেল খান, বাহার মিয়া, তুহিন মিয়া, অবসরপ্রাপ্ত সেনাসদস্য সাহাব উদ্দিন, বিএনপির সমর্থক আরিফ মিয়া ও আজকের পত্রিকার কলমাকান্দা প্রতিনিধি রানা আকন্দ। আহত সাংবাদিক রানা আকন্দকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান বলেন, রানা আকন্দের পিঠে আঘাতসহ মাথায় জখমের চিহ্ন আছে। তাঁর মাথায় দুটি স্থানে ১০টি সেলাই করা হয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, চেয়ারম্যান রুবেল ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির লোকজন আওয়ামী লীগের নেতা-কর্মী ও এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থল আছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version